নদী, নিশিকাব্যের পঙতিতে
তোমায় আমি ধরেছি,
বড় আপন করে নিয়েছি,
দেবনা আর কোথায়ও যেতে ।
কতদিন দেখা হয়না,
জানালায় চোখ রেখে
লুকোচুরি খেলা তারাদের ।
নদী, তুমি এলে এবার সব হবে, সব হবে ফের ।
খোঁপায় বেঁধে দিয়ে কুসুমগুচ্ছ,
নেব চুলের ঘ্রাণ ।
তুমি শুধু একটু হেসে জুড়িয়ে দিও প্রাণ ।
ফুলের ঘ্রাণ, চুলের ঘ্রাণ মিলেমিশে একাকার
অদ্ভুত এক মাদকতায় ,
আমি ডুবে যাব প্রতিটি সন্ধ্যায় ।
হয়তোবা মন ছাড়াতে চাইবে সীমানা প্রাচীরের বাঁধা ,
নদী, আজ রাতে আমি কৃষ্ণ হব তুমি হইও রাধা ।