সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ও দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের স্থগিতাদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোট বিভাগ। বাঙ্গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ৪ (চার) মাসের ও দূর্গানগর ইউপি’র ফলাফল ৬ (ছয়) মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুর রশিদ ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, বাঙ্গালা ও দূর্গানগর ইউপি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত, ভোট পূণ:গননার দাবীতে উচ্চ আদালতে রিট আবেদন করেন বাঙ্গালার স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ ও দূর্গানগরের স্বতন্ত্র প্রার্থী মোঃ তারেকুল ইসলাম। সোমবার শুনানী শেষে আদালত উভয় ইউনিয়নের ভোটের ফলাফলের গেজেট প্রকাশের স্থগিতাদেশের এ নির্দেশ দেন।
রিট আবেদনকারী আবু হানিফ জানান, আমার বাঙ্গালা ইউনিয়নে ৯ টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আমি মোটর সাইকেল প্রতিকে ৭ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহেল রানা নৌকা মার্কায় ৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন । অপর স্বতন্ত্র প্রার্থী কেফায়েত উল্লাহ ঘোড়া প্রতিকে ৫ হাজার ৮২১ ভোট পেয়ে তৃতীয় হন। অথচ নির্বাচনী ফলাফল সম্পূর্ণ পাল্টে দ্বিতীয় স্থান অধিকারী নৌকা প্রতিকের প্রার্থীকে ৯ হাজার ৭১৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মোটর সাইকেল মার্কায় আমার ভোট কমিয়ে ৫ হাজার ১৪ দেখানো হয়েছে।
অপরদিকে রিট আবেদনকারী তারেকুল ইসলাম জানান, আমার দূর্গানগর ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আমি অটোরিকশা প্রতিকে ৮ হাজার ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। আমার নিকটতম প্রতিদ্ব›দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৯৭৭ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফছার আলী নৌকা প্রতিকে ৭ হাজার ৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। অথচ নির্বাচনী ফলাফল সম্পূর্ণ পাল্টে নৌকা প্রতিকের প্রার্থীকে ৯ হাজার ২১৬ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অটোরিকশা মার্কায় আমার ভোট কমিয়ে ৭ হাজার ৯৫১ দেখানো হয়েছে। ফলাফলের গেজেট স্থগিত ও পূণ:গননার দাবীতে বাঙ্গালার স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ ও দূর্গানগরের স্বতন্ত্র প্রার্থী মোঃ তারেকুল ইসলামের উচ্চ আদালতে রিট আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার তাদের ভোটের ফলাফলের স্থগিতের নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা আদালতের নির্দেশের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানেন না উল্লেখ করে বলেন, আমরা ফলাফল প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠিয়েছি। পরবর্তী কার্যক্রম কমিশনের। আমাদের আর কিছু করার নেই।
#চলনবিলের আলো / আপন