পাবনার ভাঙ্গুড়া পৌর শহরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানিপুর ভাটোপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন মাষ্টারের ছেলে মোঃ রাসেেলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরে চৌবাড়িয়া হারোপাড়া ভাঙ্গুড়া মডেল স্কুলের সামনে মৃত নাজিম উদ্দীন মাষ্টারের মালিকানা জায়গা। তার জায়গার দুই পাশ দিয়ে সরকারি রাস্তা যাওয়ায় সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন। স্থানীয়রা অভিযোগ দেওয়ায় ঘটনাস্থলে পৌরসভার সার্বেয়ার এসে ঘর নির্মাণ না করতে নির্দেশ দেন এবং রাস্তার উত্তর পাশে ১০ ফিট জায়গা ছেড়ে দিয়ে ও দক্ষিণ পাশে ১২ ফিট জায়গা ছেড়ে দিয়ে ঘর নির্মাণ করতে বলে যান কিন্তু জায়গার মালিক প্রভাবশালী হওয়ায় কোন নিয়মের তোয়াক্কা না করে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন।
এবিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ খেরশেদ আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমার সার্ভেয়ারকে দ্বায়িত্ব দিয়েছি বিষয়টি দেখার জন্য।
ঘটনার বিষয়ে পৌরসভার সার্ভেয়ার মোঃ সালাউদ্দিন বলেন, রাস্তার দুই পাশের সরকারি রাস্তা উত্তর পাশে ১০ ফিট এবং দক্ষিণ পাশে ১২ ফিট বাদ দিয়ে ঘর নির্মাণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন