প্রিয়ার অভিমানী কাজল,
কখন চুরি করে,
আকাশটা পড়েছে সযতনে।
কালো মেঘে ঢেকে সে যে
কাঁদছে কেবলই প্রিয়া বিহনে।
আজ বাদল ধারায়,
ধুয়ে মুছে যাবে যতো বধির বেদনা।
জলনুপুর বাজিয়ে পায়ে,
আসবে সে যে দুলে ভালোবাসার ঝুলনা।
রিমঝিম রিমঝিম ছন্দের তালে,
আজ মন আছে শুধু সেই প্রতিক্ষায়।
ঝরা বাদলের সন্ধ্যাবেলায়,
সন্ধ্যামালতী যায় ঝরে যায়।
আজ চঞ্চল মন,
সজল দু চোখ রয়েছে শুধু তারই আশায়।