বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী খোরশেদ আলম এর উপর প্রতিপক্ষ হেলাল বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ( ১৮ নবেম্বর) দুপুরে পৌরশহরের শহীদ মিনারে মানববন্ধন করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম বলেন, আমি উল্লাপাড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী। দেশের মানুষ গনত্বান্ত্রিক অধিকার পাবে,ভোটের অধিকার পাবে,এই বিশ্বাসকে বুকে ধারন করে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলাম। কোন অপশক্তি যেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এজন্য প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল হওয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে নির্বাচনী প্রচারনা করার সময় কয়ড়া ইউনিয়নে মানিকদহ গ্রামের নতুন হাটখোলা ব্রীজের নিকট প্রতিদ্বন্তী নৌকা প্রার্থী হেলাল ও তার বাহিনী সহ হাসুয়া,রামদা,লোহার রড দিয়ে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলমের উপর ও তার কর্মী রকিব এর উপর হামলা চালায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর