সোমবার ( ১৫ নভেম্বর ) রাত সাড়ে ৮ টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছ আরৎ এলাকায় ট্যাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রাজু আহম্মেদ (২৪) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘাতক ট্যাংকলরী আটক করা হয়েছে।
জানা গেছে, নিহত রাজু আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার শৈলমারি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান জানান, রাজু আহম্মেদ মোটরসাইকেল নিয়ে নাটোরের সিংড়া থেকে সিরাজগঞ্জ সদরে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছ আরৎ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরী সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই রাজু মারা যায়। দূর্ঘনাকবলিত ট্যাংকলরী, মোটরসাইকেল ও মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।
#চলনবিলের আলো / আপন