মুজিববর্ষ উপলক্ষে চাটমোহর রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিক কাজের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) চাটেমাহর রেল স্টেশন প্লাটফর্ম চত্বরে দুপুর ৩ ঘটিকায় স্টেশন আধুনিকায়নের উদ্বোধন করা হয়।
স্টেশন আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন, রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ নুরুল ইসলাম সুজন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব ডি এন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।