পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে। এউপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে গতকাল বৃহষ্পতিবার (১১নভেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র অডিটরিয়ামে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার এর সভাপতিত্বে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আব্দুল বাতেন, সাধারন সম্পাদক আসাফুদৌল্লাহ, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, জেলা যুবলীগের সদস্য আহসানউল্লাহ, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ,
একদন্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজীব আহমেদ, সাধারন সম্পাদক এসএম মানিক হোসেন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক আসাদ মল্লিক, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুর রহমান টুলু, সাধারন সম্পাদক আবুল কালাম, লক্ষীপুর যুবলীগ নেতা সজীব হোসেন, যুবলীগ নেতা নাসিম উদ্দিন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন