মাজপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে “১৯৭১ সালে ৬ নভেম্বর পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সম্মুখ স্মরে ৭১” উদ্যাপন উলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তর্ব অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি বক্তব্য দেন পাবনা-৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।
গতকাল শনিবার সকালে বংশীপাড়া-কালামনগন স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। বিশেষ অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেল, নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডিলির সদস্য আব্দুর রহিম পাকন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম বাবলু , মুত্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সন্তান ইকবাল শেখ। উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা,সাংবাদিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ এলাকার সুধিজন উপস্থিতসহ অনেকেই ছিলেন।
#চলনবিলের আলো / আপন