পাবনার ভাঙ্গুড়ায় এক ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতা হওয়ায় মামলার ৭ দিন পার হলেও অজানা কারণে ধর্ষকদের কাউকেই আটক করছে না ভাঙ্গুড়া থানা পুলিশ। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ এবং সুশীল সমাজের কাছে যেমন আস্থা হারাচ্ছে পুলিশ তেমনি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
গত রবিবার (৩১ অক্টোবর) সকালে ধর্ষিতা কিশোরীর বাবা ন্যায়বিচারের জন্য নিজে বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নাম্বার ১৭)।
অভিযুক্তরা হলেন- ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মেন্দা মাস্টারপাড়া মহল্লার আব্দুল জলিলের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৩০), ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মরহুম খুরজান মণ্ডলের ছেলে ছাত্রদল নেতা দুলু (২৮) ও চাটমোহর রেলবাজার এলাকার ধর্ষণের শিকার কিশোরীর কথিত চাচাতো ভাই রানা (২১)।
ওই কিশোরীর বাবা জানান, আজ ৭ দিন হয়ে গেছে থানায় মামলা দায়ের করেছি, কিন্তু অজানা কারণে অভিযুক্তরা প্রকাশ্য জনসম্মুখে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ।
এলাকায় তাদের এতটাই দাপট যে, উল্টো ধর্ষণ মামলার নিউজ প্রকাশ করায় ৪ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে মামলার আসামি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর শুক্রবার বিকালে প্রতিবেশী কথিত চাচাতো ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া শিশুকুঞ্জ পার্কে বেড়াতে আসেন ওই কিশোরী। এ সময় রানা তার পূর্ব পরিচিত অভিযুক্ত ছাত্রলীগ নেতা আলিম ও ছাত্রদল নেতা দুলুর সঙ্গে কিশোরীকে পরিচয় করিয়ে দেয়। তারা কিশোরীকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে কৌশলে তাকে ভাঙ্গুড়া শরৎনগর বাজারের গরুহাটা কেজি স্কুল-সংলগ্ন পৌর ছাত্রলীগের অফিসে নিয়ে জোরপূবর্ক ধর্ষণ করে। বিষয়টি গোপন না রাখলে তাকে মেরে ফেলারও ভয় দেখানো হয়। পরে ঘটনা গোপন রাখার শর্তে ওই কিশোরীকে ছেড়ে দেয় অভিযুক্তরা।
এদিকে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়। এরপর স্থানীয়ভাবে এর মীমাংসারও চেষ্টা করা হয়, কিন্তু স্থানীয়রা ব্যর্থ হলে রবিবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণের শিকার ওই কিশোরী (১৩) চাটমোহর উপজেলার মহররমখালী রেলবাজার এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান সাংবাদিকদের বলেন, মেয়ের বাবা বাদী হয়ে রবিবার (৩১ অক্টোবর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলাটি এখন পর্যন্ত তদন্তধীন রয়েছে।
#চলনবিলের আলো / আপন