আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌহালী উপজেলার খাসপুখুরিয়া ইউপিতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামিলীগ এর মনোনয়ন প্রত্যাশি হিসেবে বৈন্যা এলাকার তেরাস্তা মোড়ে মতবিনিময় করেন মোঃ মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাসপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ হামিদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মোঃ আব্দুল গফুর মাস্টার, খাসপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, খাসপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মোঃ আবু জাফর, মোঃ রজব আলী, মোহাম্মদ আলী আঃ রহমান, মোঃ হযরত আলী, মোঃ শহিদুল ইসলাম,
সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী। দলেল মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান বলেন দল আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচিত হলে রাস্তা ঘাট, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন করবেন বলে জানান।
#চলনবিলের আলো / আপন