কে,এম আল আমিন :
মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন সিরাজগন্জের কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিরাজগন্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।কামাল লোহানী কেবল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকই ছিলেন না, তিনি একই সংগে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব।
ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্থানি আইয়ুব বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এরশাদ স্বৈরাচারী রিরোধী সংগ্রামে সাংস্কৃতিক ও সাংবাদিক ময়দানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুর শুন্যতা পূরণ হবার নয়।