সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় শেখ রাসেল দিবসে রিক এনজিও-র দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ১০:৩০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় জাতীর জনকের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া ও দুস্থ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। রিসোর্স ইন্টেগ্রশন সেন্টার(রিক) ভাঙ্গুড়া শাখা কর্তৃক আয়োজিত ভাঙ্গুড়া শাখা অফিস কার্য্যালয়ে বিশেষ দোয়া ও খাদ্য বিতরণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিক রাজশাহী জোন এলাকার জোনাল ম্যানেজার মো. আজিজার রহমান। এতে সভাপতিত্ব করেন রিক ভাঙ্গুড়ার শাখা ব্যবস্থাপক মো. মাহাতাবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইমরান হোসেন, সাবেক ব্যাংকার মো. আক্কাস আলী, রিক চাটমোহর শাখার শাখা ব্যবস্থাপক , মেহেদী হাসান, ভাঙ্গুড়া থানার এসআই মো. মুরাদ হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী সানিসহ রিক ভাঙ্গুড়া অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় এতিম খানার শিশুরা ও গণমাধ্যম কর্মী বৃন্দ।

এর আগে জাতীর জনকের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম দিবস উপলক্ষ্যে শেখ রাসেল এরঁ আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মমিন। পরে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ প্রায় ৫০জন এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর