পাবনার আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদিন ইসলাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, ১১ অক্টোবর হতে ১০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।
#চলনবিলের আলো / আপন