সবুজ তরুলতা আর বৃক্ষ ছায়া
গড়েছো এ বসুন্ধরা
ছাতার মত রয়েছো তুমি
আমাদের করতে হবে মায়া।
তোমার ছায়ার তলে বসে
পথিকেরা আশ্রয় নিয়ে
যেন তারা ফিরে পায়
সুভাষিত শীতল বাতাসে ।
বৃক্ষ তোমার নেইযে তুলনা
কতই না করেছো তুমি
জীবজন্তু আর প্রাণীদের
মুক্তভাবে বেঁচে থাকার প্রেরনা।
করবো মোরা বৃক্ষরোপন
কাটবো না আর বৃক্ষপ্রাণ
যত্ন নেব পরিচর্যা করবো
বৃক্ষই আমাদের আপন।
বৃক্ষ তোমার ছায়াতলে
অক্সিজেন বসত করে
সেখানে বসে গ্রহন করে
মানব জাতি ও পক্ষিকুলে।
ফুলে ফলে ভরে দিয়েছো বিশ্ব
কতই না তোমার ত্যাগী ভাব
প্রত্যেকে যদি করি বৃক্ষরোপন
পৃথিবী হবে বসবাসের জন্য
চির অমুল্য রতন।
লেখক পরিচিতি:-
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মোবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬