এক্ষুনি রোদ্র, আবার আসবে বৃষ্টি
আকাশ কেপে কেপে
কালো হয়ে করছে কৃষানীকে সতর্ক।
রাস্তার ধারে কদম ফুলের সমারোহ
আম ও লিচুর বাগানে
আম লিচুর ভারে গাছ যেন ভেঙ্গে যাচ্ছে ।
আকাশে প্রখর রোদ্র দেখে
কৃষানী ধান দেয় শুকিয়ে
হঠাৎ বৃষ্টির পানিতে তার শ্রম যেন বৃথা হয়ে যায়।
অনবরত ঝরছে বৃষ্টি যেন থামার কথা নাই
ঝড়ের এলো মেলো বাতাসে
বৃষ্টিতে ভিজে ছেলে-মেয়োর ঠান্ডা লাগায়।
পাকা আম লিচুর লোভ সামলানো দায়
বৃষ্টিতে ভিজে পলিথিনে করে
তাড়া পাকা আম লিচু কুড়িয়ে নেয়।
বাড়ীতে এসেছে ঝিয়ারী জামাই
গৃহকর্তা গাছ থেকে আম-কাঠাল পাড়ে,
পাকা ফলের মুহ মুহ গন্ধে
জামাইদের আনন্দে মাতিতে তোলে।
খাল ও নদীতে বৃষ্টির পানি জমে ভরে গেছে
মাঝি ভাটিয়ালী গান ধরে
নেীকার ধার টানছে।
অনবরত বৃষ্টিতে
গ্রামের রাস্তায় কাদায় ভরে গেছে
ছেলে মেয়েরা কাদা ছিটিয়ে স্কুলে যায় ।
মো: আলমগীর হোসেন
গ্রাম-লাঙ্গলমোড়া, পো- ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
মোবাইল-০১৭৪০৭১৪৬৫৬