রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ার চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনমিয় সভা

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী জাহেদুল ইসলাম ভোলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। চৌগ্রাম ইউনিয়নের ৮নং ও ৯নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে ও ৮নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে সোমবার বিকালে ক্ষিদ্রবড়িয়া স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পুনঃরায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী জাহেদুল ইসলাম ভোলা। সভায় বক্তব্য দেন, সাতবড়িয়া,ডেহবাড়ি ও কান্তনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, কান্তনগর ও ডেহবাড়ি মাদ্রাসার সভাপতি এ্যডভোকেট মোঃ জাকির হোসেন টিপু। এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশণা সম্পাদক সালাউদ্দি আল আজাদ ছানা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি রায়হান আলী সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুমন আলী, ৯নং ওর্য়াড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইছাহক আলী পান্না, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃদুল পারভেজ জয়, ২নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও সমর্থক বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মনোনয়ন প্রার্থী জাহেদুল ইসলাম ভোলা বলেন, এই চৌগ্রাম ইউনিয়ন আগে অবহেলিত ছিল। আমি দায়িত্বে আসার পর যে উন্নয়ন হয়েছে তাতে উপজেলায় যদি কোন ইউনিয়নের উন্নয়নের কথা আসে তাহলে সবার আগে আমার ইউনিয়নের কথা উঠে আসে। আমার নেতা জুনাইদ আহমেদ পলক। আমি তাকে নেতা মানি এবং বাকি জীবন নেতা মেনেই চলবো। আপনারা জনগণ। আপনারাই আমার শক্তি। আপনারা চাইলেই আমি মনোনয়ন পাবো। মনোনয়ন পেয়ে যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমার ইউনিয়নের রাস্তা ঘাট সহ অসমাপ্ত কাজ করে আমার ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবো। জাহেদুল ইসলাম ভোলা আরও বলেন, আপনারা জানেন প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মনোনয়ন ফরম তুলে ছিলাম না। তার পরেও আমার নেতা আমাকে মনোনয়ন দিয়ে এই ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন। তাই মনোনয়ন নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। গত জাতীয় ও পৌর নির্বাচনের মনোনয়ন নিয়েও এরকম বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। এই কালো মেঘ একসময় কেটে যাবে। আমি আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর