জেলে হারানদের বাড়ী
যমুনা নদীর পাড়ে,
জীবন-জীবিকা চলে তাদের
বোয়াল ইলিশ ধরে ।
রাক্ষুসী যমুনার করাল গ্রাসে,
হারানদের ভিটেমাটি
সব গেছে ভেসে ।
হারানদের একমাত্র সম্বল
ভিটে যখন ভাঙতে থাকে,
স্ত্রী মিনা কত পুজো করল
ঐ যমুনার বাকে ।
যমুনার দুরন্ত জলে বাতাসা শিন্নি পায়েস
ছোট্র ভেলায় প্রদীপ জেলে
করছে অনেক পুজে,
তাই কি ? ঐ রাক্ষুসী যমুনা
কারোর দু:খের কথা বোঝে !
তবু ও তারা রয়েই গেছে
ঐ রাক্ষুসী যমুনার কোলে
তারা যে হতভাগ্য দরিদ্র জেলে ।
প্রতিদিন জাল নিয়ে তারা
নামে যমুনার ঢালে,
তারা ভীষন খুশি হয়
দু-একটা বোয়াল ইলিশ পেলে ।