বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

২৫ বছরে ১৫ শতাংশ হোল্ডিং এসেস গুরুদাসপুর পৌরসভায়

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ৩:৪২ অপরাহ্ণ

১৯৯১ সালে নাটোরের গুরুদাসপুর পৌরসভা স্থাপিত হয়েছে। ১১ বর্গ কিলোমিটার আয়তনের ‘গ’ শ্রেনির মর্যাদায় গুরুদাসপুর পৌরসভার যাত্রা শুরু হলেও প্রথম অবস্থায় হোল্ডিং সংখ্যার সঠিক হিসাব ছিলনা। বর্তমানে ‘ক’ শ্রেনির মর্যাদার পৌরসভায় ২০০১ সালের শুমারির পরিসংখ্যানে জনসংখ্যা ২৯ হাজার ১১০ জন ও ওয়ার্ড সংখ্যা ৯টি। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২ হাজার ৬০০ জন।

সূত্রে জানা যায়, ১৯৯১ সালে গুরুদাসপুর পৌরসভার যাত্রা শুরু হলেও রাজস্ব আদায়ের জন্য ডোর টু ডোর গিয়ে হোল্ডিং এসেসমেন্ট জরিপ করা হয় ১৯৯৪-৯৫ অর্থ বছরে। তবে এ বছরে প্রথম এসেসমেন্ট জরিপে মোট হোল্ডিং সংখ্যা ৭ হাজার ৫২১টি ট্যাক্সের আওতায় আসে। নিয়ম মোতাবেক প্রতি ৫ বছর পরপর হোল্ডিং এসেসমেন্ট করার নিয়ম থাকলেও তা করা হয়নি। দীর্ঘ ২৫ বছর পর ২০২০-২১ অর্থ বছরে হোল্ডিং এসেস করা হয়। জরিপে মোট হল্ডিং সংখ্যা হয়েছে ৮ হাজার ৬৬৩ টি। সর্বশেষ এসেস রিপোর্টে দেখা গেছে, ২৫ বছরে হোল্ডিং সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ১৪২টি।

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কর নির্ধারক মো. মোতালেব হোসেন জানান, চডউ চষরহঃয অৎবধ জধঃবং (চখঅজ) ২৯৪ মোতাবেক ২০০৯ সালের আইন এবং ২০১৩ সালের বিধিমালা মেনে ডোর-টু-ডোর প্রতিটা ঘরের এসেস করা হয়েছে।

পৌর মেয়র মো. শানেওয়াজ আলী বলেন, প্রতি ৫ বছর পর পর পৌরসভার এসেসমেন্ট করার নিয়ম থাকলেও দীর্ঘ ২৫ বছরের ব্যবধানে এসেস করতে গিয়ে সরকারি নিয়মে ২৭ শতাংশ হোল্ডিং কর নির্ধারনে নগরবাসি বিক্ষুব্ধ হয়ে উঠে। নগরবাসির অর্থনৈতিক অবস্থা ভেবে ৯ শতাংশ কমিয়ে ১৮ শতাংশ করা হলেও জনগন না মানায় জনগনের মতামতের ভিত্তিতে চুড়ান্ত কর নির্ধারনের জন্য প্রতিটা ওয়ার্ডের জনগনের সাথে মতবিনময় করা হচ্ছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এর সমাধান হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর