চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব হত্যার ঘটনায় মামলা হয়েছে।মামলার ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, নিহত হাবিবের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে সোমবার (১৫ জুন) দুপুরে চাটমোহর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামী করা হয়েছে।আসামীরা বর্তমানে পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: শেখ নাসির উদ্দিন ।
এ বিষয়ে জানতে চাইলে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মো: মফিজুল হক জানান, চাটমোহর থানা পুলিশ সহ হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা অব্যাহত আছে আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে পারব
উল্লেখ্য আভ্যন্তরীন কোন্দলের জেরে রোববার ১৪ জুন সন্ধ্যা ৭.৩০ টার দিকে উপজেলার হান্ডিয়ালে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব নিহত হয়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।