নাটোরের বড়াইগ্রামে শোকের মাস উপলেক্ষ্য তবারক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ এই কর্মসূচীর আয়োজন করেন। প্রধান অতিধি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এসএম মাসুদ রানা মান্নানের সভাপতিত্বে চেয়ারম্যান মমিন আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপিত (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, প্রভাষক জালাল উদ্দিন সরকার, প্রভাষক আব্দুর রউফ।
এছারাও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীরীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবান মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবেদ মাসুদ সোহাগ প্রমূখ।
চেয়ারম্যান মমিন আলী বলেন, শোকের মাসের শুরু থেকেই ইউনিয়নের বিভিন্ন এতিম খানা, হাফেজিয়া মাদ্রাসা, আশ্রয় প্রকল্প ও হত দরিদ্র প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
#চলনবিলের আলো / আপন