বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

ই-পেপার

প্রতারক চক্রের ফাঁদে বাগাতিপাড়ার শিক্ষার্থীরা

রায়হান আলী, বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টার্গেট করেছে প্রতারক চক্র। বিকাশে জমা হওয়া উপবৃত্তির টাকা সুকৌশলে হাতিয়ে নিচ্ছে তারা। বিকাশ প্রতারক চক্র ইতিমধ্যে উপজেলার প্রায় ১০ জন শিক্ষাথীর করোনাকালীন সহায়তাসহ উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্পতি এ চক্রের প্রতারনার শিকার হয়ে ১৭ হাজার ৫শ টাকা খুইয়েছেন উপজেলার তমালতলা মহিলা কলেজের শিক্ষার্থী তিথি খাতুন ও তার এক বান্ধবী খুইয়েছেন ২০ হাজার ৫শ টাকা।

তিথি জানায়, সম্প্রতি শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে শিক্ষার্থীর নাম, তার বাবা ও মায়ের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলে যাচাই করে চক্রটি। এসময় তারা তিথিকে বলে, সে উপবৃত্তির টাকা কম পেয়েছে জানিয়ে বিকাশ একাউন্ট পরিবর্তনের কথা বলে। এরপর সুকৌশলে তার কাছ থেকে ১৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী তিথির মা লিপি বেগম ও তিথির বান্ধবীর মা বুধবার বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, গতমাসে সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা এসেছে। এর মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি ও করোনাকালীন সহায়তা মিলিয়ে সবচেয়ে বেশি টাকা পেয়েছে। এই সুযোগে বিকাশ প্রতারক চক্র কৌশলে প্রায় ১০ শিক্ষাথীর উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী বলেন, প্রতারনার শিকার কয়েকজন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যে উর্দ্ধতন বরাবর তিনি পাঠিয়েছেন। তবে কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জানানো হচ্ছে। বিষয়টি যেন তারা শিক্ষার্থীদের জানিয়ে দেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, দুইজন ছাত্রীর অভিভাবক থানায় এধরনের দুটি অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা সহ প্রতারক চক্রকে সনাক্ত করার চেস্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর