বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ২০০ পরিবারের মাঝে দেওয়ার জন্য খাদ্য সামগ্রী ইউএনও’র নিকট হন্তান্তর করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিস (সিদীপ)। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ইউএনও প্রিয়াংকা দেবী পালের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সিদীপ অফিস সূত্রে জানা যায়, যে সকল অসহায় পরিবার সরকারি খাদ্য সহায়তার জন্য হটলাইন ৩৩৩ কল দেয় তাদের জন্য সিদীপ এনজিওর নিজ অর্থায়নে এসব খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে দেওয়া আছে, ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ৩কেজি আলু, ১কেজি লবণ।

এনজিও’র রাজশাহী জোনের ডিস্ট্রিক্ট ম্যানেজার গোলাম রাব্বানী জানান, সারাদেশের ৫৭টি উপজেলায় সিদীপ এনজিওর এই কার্যক্রম চলমান।
ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, মহামারি সময় সরকারের পাশাপাশি অসহায় গরীব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাঁত বাড়িয়ে দেবার জন্য সিদীপ এনজিওকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ সহায়তা সচিব রেজুয়ান, এনজিও’র নাটোর এরিয়া ম্যানেজার দ্বীপক কুমার, উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর