বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিলতাছপুর গ্রামে জাতীয় শোক দিবস পালন

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় ষাটের দশকে বঙ্গবন্ধুর সফরকৃত স্মৃতিবিজড়িত বিলতাজপুর গ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশরাফ এমপি স্মৃতি সংসদের আয়োজনে বুধবার সকালে চলনবিল অধ্যুষিত বিলতাজপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশরাফ এমপি স্মৃতি সংসদের সভাপতি মোঃ তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ইটালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ আল আমিন,ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ মনির হোসেন,তাজপুর গ্রামের মোঃ জিল্লুর রহমান,খয়ের উদ্দিন,প্রাক্তন শিক্ষক মোঃ জোবান আলী প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন,ষাটের দশকে চলনবিল দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশরাফ এমপির আমন্ত্রণে তাঁর জন্মভুমি এই বিলতাজপুর গ্রামে আসেন। গ্রামবাসীর আয়োজনে ওই দিন দুপুরের খাবার খাবার খান তিনি। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে এখনও ধারন ও লালন করে আসছে তাজপুর গ্রামবাসী।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মাহে আলম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর