মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষের বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার ২০১৯-২০ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় চতরা বিলে দেশীয় প্রজাতির “পোনামাছ অবমুক্তকরণ” উদ্ধোধন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো: আয়নাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, ক্ষেত্র সহকারি রাজস্ব নুরের আলম কাদেরী, ইউনিয়ন ক্ষেত্র সহকারি বিন্দাবন সরকার, অত্র প্রকল্প ক্ষেত্র সহকারি খাইরুজ্জামান, লক্ষীপুর ইউনিয়নের লিফ কামরুজ্জামান প্রমূখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থ বছরে চতরার বিলে ৭৮৬.৬৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।