মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৬:২৫ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
হত্যা মামলায় হয়রানীর উদ্দেশ্যে বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মিজানুর রহমানকে আসামি করার প্রতিবাদে ও মামলা থেকে সাংবাদিককে অব্যাহতি দেয়ার দাবিতে রবিবার ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বেলা ১১ টায় মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদীর কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। বক্তারা, হত্যা মামলায় হয়রানীর উদ্দেশ্যে সাংবাদিক মিজানকে আসামি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে সাংবাদিককে মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, ঈদের আগের দিন (২৪ মে) বাউফলে তোরণ স্থাপন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাপস কুমার দাস নামের এক যুবলীগ কর্মী খুন হয়। ইতিপূর্বে বিশেষ একটি মহলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরধরে ওই মহলের প্ররোচনায় যুবলীগ কর্মী খুনের মামলায় হয়রানীর উদ্দেশ্যে সাংবাদিক মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর