সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

বর্ণবাদের স্থান নেই -মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৫:৫২ অপরাহ্ণ

বর্ণবাদ বিরোধী ,বিশ্ব মানবতার শান্তির দুত
মহামানব হযরত মুহাম্মাদ ( স:) বলেন
তোমরা সকলকে খাওয়াবে
চেনা অচেনা সকলকে সালাম দিবে
কেননা ইসলামে বর্ণবাদের কোন স্থান ন্ইে।

ইসলামে বর্ণবাদ নেই বলেই
হযরত বেলাল হয়েছেন প্রথম মুয়াজ্জিন
হযরত সুমাইয়া প্রথম শহিদের মর্যাদা পান।

গরীবের ছেলে, কালো বর্ণের ছেলে ও
হতে পারে মসজিদের ইমাম, সমাজের নেতা
তারই নেতৃত্বে নামাজ পড়ে
সর্বস্তরের সকল মুসলমান।

ইসলামে নারী পুরুষ কোন বিভেদ নেই
তাইতো নারী-পুরুষ সকলের জন্য
শিক্ষা গ্রহন ফরজ করা হয়েছে ,
সারা বিশ্বে ইসলাম কায়েমে
নারীদের ও রয়েছে অনেক অবদান।

নবী(স:) বিদায় ভাষনে বলেন
মানুষের মধ্যে কোন ভেদাভেদ করিবেনা
তুমি যা খাইবে ও যে পোষাক পরিবে
কাজের লোককে তাই খাওয়াবে পরাইবে।

ইসলামে আরো বলা হয়েছে
কোন লোককে উপহাস করিবেনা
মনে রাখিবে তোমরা সবাই
একে অপরের ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর