পাবনার আটঘরিয়ায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ১৭জুন চাঁদভা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো: বাদশা মিয়া।
আটঘরিয়া ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর আয়োজনে এসময় বক্তব্য রাখেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী জেলা ব্যবস্থাপক মোঃ ফারুক ইকবাল, এসডিএম(সিইপি) লুইস গমেজ, এইচ আর এল এস অফিসার আটঘরিয়ার মোছাঃ রিজিয়া সুলতানা, ইউপি সচিব রফিকুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন পরিষদের সদস্য ইয়ার আলী খান, ইউপি সদস্য আব্দুল মালেক, মহিলা ইউপি সদস্য মোছা: হামিদা খাতুন, কাজী আলহাজ মোঃ খোরশেদ আলম প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ঈমাম, কাজী ও সুধীজন।
#চলনবিলের আলো / আপন