সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

মুহাম্মাদ (স:) এলোরে -মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৯:২৬ পূর্বাহ্ণ

বিশ্ব মানবতার মুক্তির দুত
শান্তির সুবাস নিয়ে এলোরে,
আরবের মরুভুমিতে জন্ম নিলোরে
মা আমেনার কোল আলোকিত করে ।

আর্ত-মানবতার প্রতীক দয়াল নবী
মুহাম্মাদ (স:) এলোরে,
তাহার আশির্বাদে আরব হতে
কন্যা শিশু হত্যা সহ কু-সংস্কার চলে গেলরে।

আল-কোরআনের ওহি নিয়ে
মহানবী মুহাম্মাদ (স:) এলোরে,
আরব-অনারব বিভেদ,গৃহবিবাদ
হিলফুজুল সংঘের দ্বারা বিদায় হইলোরে।

পূর্ব নবীর উপদেশ ভুলে
আরববাসী শিরক কার্য্য করে রে,
শেষ নবী মুহাম্মাদ (স:)
দ্বীনের রাস্তায় ফিরে আনলোরে।

দ্বীন ইসলামের বানী নিয়ে
মুহাম্মাদ (স:) এলোরে,
সারা বিশ্বে বিরাজমান হিংসা বিদ্বেষ
দুর করে বিশ্ব-শান্তি নিয়ে আইলোরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর