আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাংগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামের পাবনা-৩ (ভাংগুড়া,চাটমোহর, ফরিদপুর) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন কেন্দ্রীয় বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম। শুক্রবার (১৪ মে ) সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা পেশ করা হয়।
তারপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। ঈদুল ফিতর উপলক্ষে ভাংগুড়া পৌরসভার সরদার পাড়া কেন্দ্রীয় বড় মসজিদে সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়, ইসলামি শরিয়তে ঈদের জামাত ঈদগাহ বা খোলা জায়গায় আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হলেও বর্তমান করোনা পরিস্থিতিতে মসজিদে আদায় করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত করা যাবে। এছাড়া ঈদগাহে কোলাকুলি, করমর্দন করা থেকে বিরত থাকাসহ নামাজ আদায়ে ১২ দফা নির্দেশনা দেয় মন্ত্রণালয়।