সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

ই-পেপার

মমতার রাজ্যে করোনায় মৃত্যুর রেকর্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১০ মে, ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ

করোনা মহামারির মধ্যেই শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। মন্ত্রীরা শপথও নিয়েছেন। তখন করোনায় মৃত্যু ও আক্রান্ত কম থাকলেও সোমবার মৃত্যু ও আক্রান্তে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। এতে উদ্বেগ বেড়েছে রাজ্যটিতে।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত ১০ লাখ ১২ হাজার ৬০৪ ছাড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭১ জন। কলকাতায় ৩ হাজার ৯৪৮ জন নতুন সংক্রমিত। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা (১ হাজার ০৭৩), হাওড়া (১ হাজার ১৪৭), নদিয়া (১ হাজার ০১৬), হুগলি (৯৫১), পশ্চিম বর্ধমান (৮৮৭), পূর্ব বর্ধমান (৮৫০), পূর্ব মেদিনীপুর (৭২৮), পশ্চিম মেদিনীপুর (৬৫৩), বীরভূম (৭৩২) এবং দার্জিলিং (৬৪৪) জেলায় দৈনিক ৫০০ বা তার বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমণের মোট হারের মতোই বেড়েছে এর দৈনিক হার। শতাংশের নিরিখে যা দাঁড়িয়েছে ৩১.২৬-এ।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর