#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি হাসিনা বেগমের জীবনী পরিচিতি।
#হাসিনা_বেগমঃ
কবি হাসিনা বেগম মাতা মোছাঃ নূরুন্নাহার পিতা মোঃ আনোয়ার হোসেন, গ্রাম পাড় ফরিদপুর উপজেলা ফরিদপুর জেলা পাবনা। তাঁর জম্ম ১৯৫৮সালের ১৫ই জুন । স্বামী মোঃ আমানউল্লাহ সাহেবের অনুপ্রেরণায় অনেক লেখেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি বিচরণ করছেন। তার প্রকাশিত গ্রন্থ সুখের বন্যা, ধাত্রী মা, সংসার জীবন, সুখের ঘরসহ ৯টি যৌথ কাব্যগ্রন্থ। সম্মাননা ও পেয়েছেন। তিনি ২০১৫ সালের ২৬শে অক্টোবর মৃত্যুবরণ করেন।
- #তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
-
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
-
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_শামসুজ্জামান_হীরার জীবন বৃত্তান্ত।