কে,এম আল আমিন :
উত্তরবঙ্গের অহঙ্কার,সিরাজগন্জের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা আশঙ্কাজনক। রাতে ব্রেন স্ট্রোকের পর তার অপারেশন চলছে। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক হয়। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল।
কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।
এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। এমন পরিস্থিতিতে দেশের সকল মানুষের নিকট তার সুস্হ্যতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের পক্ষ থেকে।