পাবনার আটঘরিয়া উপজেলার পুস্তিগাছা গ্রামের সবজি ব্যবসায়ী আব্দুল কাসেম প্রামানিকের ছেলে অদম্য মেধাবী ছাত্র শাবান হাসান সজীব ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৬৭.৭৫ নম্বর পেয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি টাংগাইল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
শাবান শিক্ষা জীবনে ২০১২ সালে শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫-সালে জেএসসি , ২০১৮সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫,এবং ২০২০ সালে এডওর্য়াড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন্ন হয়েছে।
মেধাবী শাবান জানান, স্কুল কলেজ জীবনে আমি কারই সাথে কোনো খারাপ আচারণ করি নেই। সবার সাথে ভালো ব্যবহার করেছি। নিয়মিত লেখাপড়া করেছি। যার কারণেই আজ আমি সফল। আমার বাবার আশা আমি পুরণ করব। শিক্ষকদের সাথে সব সময়ে আমি সম্মান দিয়ে চলেছি। কারন স্যাররা আমাকে অনেক ভালো বাসতেন। স্যারদের দোয়া আমার সাথে সব সময় ছিলো। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবার সেবা করতে পারি।
#CBALO/আপন ইসলাম