সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

অবহেলিত নারী -মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ৫:২০ অপরাহ্ণ

সমাজে কিছু লোক আছে
নারী দের দেয়না সম্মান,
শুধু শুধু করে থাকে
অবহেলা আর অসম্মান।

এই পৃথিবীতে কল্যানকর
যা কিছু রয়েছে,
তার মূল প্রেরণা
নারী ও যুগিয়েছে ।

ইসলাম বলে
নারী-পুরুষ সম অধিকার,
অথচ কতিপয় স্বার্থানেশী
করে তা অস্বীকার।

নারী-পুরুষ উভয়ই
একই মায়ের সন্তান,
তারা হলো মায়ের জাতি
তারপরেও কেন কর অসম্মান।

নারীকে পর্দার নামে
করছে ঘরে আবদ্ব,
নারী সমাজের বিরুদ্ধে
দুস্কৃতিকারীদের একটা যুদ্ধ।

যখন ই ইসলাম বলে
নারীর পেতে হবে শিক্ষার আলো,
দুস্কৃতিকারীরা বলে জাত বুঝি গেল।

দুস্কৃতিকারী চায়
নারীরা অন্ধকারেই থাক,
তাই নারী মুক্তির শ্লোগান হোক
ঐসব দুস্কৃতিকারীরা নিপাত যাক।

লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর