নিম্ন মধ্য ও গরীব পরিবারের ছেলেরা
ছাত্র জীবনে করে রাজনীতি,
ধনাঢ্য পরিবারের ছেলেরা
করে লেখাপড়ার উন্নতি।
ওরা লেখাপড়া করে হয়
প্রকৌশলী, ডাক্তার ও ব্যারিস্টার,
তখন গরীবের ছেলেরা
ওদের বলে স্যার।
ওরা ডাক্তার ব্যারিস্টার হয়ে
এসে চায় দলের নমিনেশন,
আর গরীব ছেলেরা অস্ত্র হাতে
ওদের নির্দেশে করে অপারেশন।
ওরা এমপি মন্ত্রী হয়ে
ঢাকায় বাড়ী ঘর করে,
গরীব ছেলেরা ওদের প্রতিনিধি হয়ে
গ্রামে অস্ত্রবাজি, মাতবরী করে।
গরীব ছেলেদের নেই হুশ,
আর এমন চালাক
গরীব ছেলেদের অপরাজনীতিতে রাখে বেহুশ ।