কে,এম আল আমিন :
এবারে এসএসসি পরীক্ষায় সাংবাদিক পুত্র এস,এম নাঈম সর্বমোট ১২৪৮ নম্বর পেয়ে গোল্ডেন এ+ (জিপিএ-৫) পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। সে বগুড়া আর.ডি.এ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল। পড়াশোনায় মনোযোগী নাঈম স্কুলে সকল শিক্ষকের নজরেই থাকত বলে জানা গেছে। সন্তানের এই কৃতিত্বে বাবা আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গন্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী ঐ প্রতিষ্টানের অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান শেখ এবং তার সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নাঈম প্রকৃতির মাঝে বাঁচতে ভালোবাসে এবং জীবনে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে চায় বলে জানান তা মা ডা.নাসিমা সুলতানা। তার এ অসাধারন কৃতিত্বের জন্য রায়গন্জ প্রেসক্লাবের সভাপতি টি,এম কারুজ্জামান লাবু,সাধারন সম্পাদক কে,এম রফিকুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য সাংবাদিকগণ ধন্যবাদ ও আশীর্বাদ জানিয়েছেন। কৃতিত্বের স্বাক্ষর রাখা নাঈম সাংবাদিক আশরাফ আলী ও ডা: নাসিমা সুলতানা এর জেষ্ঠ্য পুত্র এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানঘড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানের দৌহিত্র।