#চলনবিলের_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিক গনের মধ্য থেকে কবি ও কথাশিল্পি হামিদুল ইসলাম খাঁনের পরিচিতি।
#হামিদুল_ইসলাম_খাঁনঃ
- হামিদুল ইসলাম খাঁন পাবনা জেলার বনওয়ারী নগর ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামে১৯৫১ সালের ১ ডিসেম্বর জম্মগ্রহণ করেন। পিতা মোসলেম উদ্দিন, মরহুমা বাহাতন নেছা বিবি। তাঁর প্রকাশিত গ্রন্থ দূর পাহাড়ে ( উপন্যাস), নিঝুম রাতের কান্না( উপন্যাস), মুক্তিযুদ্ধের ডায়রী থেকে (উপন্যাস), সীমান্ত রেখা (উপন্যাস), নিশুতী রাতের আওয়াজ, নিঝুম রাতের কান্না, সম্পাদনা করছেন- আলোকিত দেওভোগ।প্রতিভার স্বীকৃতি স্বরুপ বেশ ক’টি সম্মাননা “কথামালাকার” হিসাবে বাংলা সাহিত্য পদকসহ সম্মাননা পেয়েছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
আগামীকাল প্রকাশিত হবে #কবি_ও_কথাশিল্পী_আব্দুল_মান্নান_সরকার এর জীবন বৃত্তান্ত।