আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ধানদিয়া ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা নুরনাহার খাতুন (নাজমা)। তিনি সেনেরগাঁতী ফুলবাড়ি বাজার সংলগ্ন মোসলেম মাষ্টার এর কন্যা। সর্বস্তরের ভোটার ও জনগণের ইচ্ছায় আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। নারী নেত্রী ও সমাজকর্মী হিসেবে নুরনাহার খাতুন এর বেশ খ্যাতি আছে এলাকায়।তিনি এন জি ও প্রতিষ্ঠানে চাকরি করায় এলাকায় বেশ পরিচিত মুখ। এছাড়া সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনেও তার ভূমিকা চোখে পড়ার মত। স্থানীয়দের থেকে জানতে চাইলে তারা বলেন,স্বাস্থ্যকর্মী থাকাকালীন সময়ে নুরনাহার মানুষের বিপদে বিষেশ করে মহিলাদের সকল সমস্যায় তিনি পাশে থেকে সহযোগিতা করেছেন। ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের সকলে তাকে চিনেন। তিনি অত্যান্ত সৎ, শিক্ষিত,এবং পরোপকারী। তার আলাপ ব্যাবহার অনেক ভালো আমরা তাকে এবার আমাদের মহিলা মেম্বার পদে ভালো প্রার্থী হিসাবে ভোট দেব। এদিকে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী নুরনাহার খাতুন (নাজমা)র কাছে জানতে চাইলে তিনি জানান, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছি আমি নির্বাচিত হলে এলাকার রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির সহ শিক্ষাপ্রতিষ্টান ও এলাকায় গুরুত্বপূর্ণ কাজ করবো ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত হব বলে শত ভাগ আশাবাদী। কারণ মানুষের প্রয়োজনে তারা আমাকে নির্বাচিত করবে। বিগত দিনগুলোতে তারা বেশি ভুক্তভোগী। সকল সুযোগ সুবিধা থেকে আমার এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তখনও সকল প্রয়োজনে আমি তাদের পাশে ছিলাম এবং থাকতে চাই। তাই আসন্ন ১ নং ধানদিয়া ইউনিয়নে ১১ ই এপ্রিল ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার আমাকে তার মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পাশে রাখবেন….. ইনশাআল্লাহ।
#CBALO/আপন ইসলাম