চলনবিলের_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিক গনের মধ্য থেকে কবি গৌরী প্রসন্ন মজুমদার পরিচিতি।
- #গৌরী_প্রসন্ন_মজুমদারঃ
- প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। তার ডাক ছিল বাচ্চু। পিতা গিরিজা প্রসন্ন মজুমদার তিনি ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোলাপনগর গ্রামে জম্নগ্রহণ করেন। অমর এই কবি ও গীতিকারের অমর সৃষ্টিগুলোঃ- মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শোন একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, বাঁশি শুনে আর কাজ নাই সেজে ডাকাতিয়া বাঁশি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এই পথ যদি শেষ না হয়, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, প্রেম একবার এসেছিল নীরবে। এমন হাজার গান ও কবিতা লেখে আধুনিক গানের যুগ স্রষ্টা অমর এই কবি ও গীতিকার ১৯৮৬ সালে ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা”
লেখক:- মোঃ নূরুজ্জামান সবুজ
আগামীকাল প্রকাশিত হবে #কবি_ও_কথাশিল্পী_হামিদুল_ইসলাম_খাঁন এর জীবন বৃত্তান্ত।