শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র রাসেলকে কেন্দ্রীয় মহাশ্মাশান কমিটির সম্বর্ধনা প্রদান

মো:আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় দ্বিতীয় মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হওয়ার গোলাম হাসনাইন রাসেলকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে পৌর সভার মেন্দা খালপাট এলাকায় অবস্থিত ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশান চত্বরে এই সম্বর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশানের সোনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী সংগীত কুমার পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি শ্রী মলয় কুমার দেব। অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাধান করেন কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সমর জিৎ গুণ। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্বর্ধিত মেয়র গোলাম হাসনাইন রাসেল। এসময় মেয়র রাসেল সোনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে তাদের নিকট বঙ্গবন্ধুর ও তাঁর পরিবার সদস্য ও দেশবাসীর জন্য দোয়া চান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ। এর আগে নবনির্বাচিত মেয়র মহাশ্মশান চত্বরে উপস্থিত হলে সোনাতন সম্প্রদয়ের জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ঠ পুরাহিত প্রদীপ কুমার গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বরাত আলী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো, ফরিদ উদ্দীন আহম্মেদ, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত হলদার, সুভাষ চন্দ্র সূত্রধর, নির্মল কুমার রায়, কৃষ্ণ চন্দ্রসহ সোনাতন ধর্মালবম্বীদের শতশত জনতা উপিস্থত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর