কে,এম আল আমিন :
সিরাজগন্জের উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার কাইয়ুম হাসান জুয়েলের যমজ কন্যা আয়শা আক্তার জেরিন এবং কানিজ ফাতেমা জেরিফা গতকালের এসএসসির ফলাফলেে দু’বোন জিপিএ- ৫ পেয়ে সফলতা অর্জন করেছে। চলতি বছরে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ – ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এর আগে একই স্কুল থেকে জেএসসি পরীক্ষায়ও দু’বোন জিপিএ – ৫ পেয়েছিল। তাদের সবকিছুতেই অনেক মিল থাকলেও দুজনের স্বপ্ন ভিন্ন রকমের। আয়শা আক্তার জেরিন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন প্রকৌশলী হবে এবং কানিজ ফাতেমা জেরিফা ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। দুই বোন ছোটবেলা থেকেই তাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছেনন।
তাদের বাবা কাইয়ুম হাসান জুয়েল ও মা রুমা পারভীন সকলের কাছে তাদের দু’ মেয়ের জন্য দোয়া চেয়েছেন।