শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া আগামী ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির পদ অলংকৃত করে সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে উপিস্থত থেকে জাতীয় দিবস গুলিকে সফলতা ও স্বাস্থ্য বিধি মেনে জাকজমক পূর্ণ করে পালন করতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মো. রফিকুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলমসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পারিবার পরিকল্পনা অফিসার মোসাঃ হালিমা খানম,মো. কাওছার হাবিব সহকারি কমিশনার (ভুমি), ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন,পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদয়তুল হক, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, দিলাপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর