সজীব কুমার পাল:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ভাঙ্গুড়ার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯০%। রবিবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী পাস করে। আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক মোঃ আনসার আলী পরীক্ষার ফলাফল জানাতে না পারলেও শিক্ষার্থীরা মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে তারা ফলাফল সংগ্রহ করে।
বিদ্যালয় থেকে মোট ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ প্লাস পেয়েছে ৮ জন।এ পেয়েছে ৩৯ জন ফেল করা শিক্ষার্থী সংখ্যা ১২ জন।এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আনছার আলী জানান,প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।