১১৭৩ সালে বাংলায় আসেন
দরবেশ আদম শহীদ,
সকলকে দিয়েছেন
দ্বীন ইসলামের তাগীদ।
দরবেশ বাংলায় করেছেন
দ্বীন-ইসলামের প্রচার,
এ বাংলায় মুসলিম সমাজের
হয়েছে বেশ প্রসার।
তখন বাংলায় শাসন করিত
বল্লাল সেন নামক অত্যাচারী রাজা,
ধর্ম প্রচারের অপরাধে
দরবেশ কে দেন কঠোর সাজা।
রাজার ভয়ানক অত্যাচারে
দরবেশ শহীদের হয় মরন,
”এ অন্যায়ের প্রতিফল তুমি পাবে
বংশের বাতি দেয়ার লোক কেউ না রবে”
দরবেশ মৃত্যুর আগে বলে এ দু চরণ।
মুন্সিগঞ্জের রামপালে
দরবেশ শহীদের হয় সমাধি,
বংশ কুল রাজ্যের পতন ঘটে
বল্লাল সেন রাজার শেষ অবধি।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬