ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া থানায় কেক কাটা, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭মার্চ) বিকালে ভাঙ্গুড়া থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভাঙ্গুড়া থানা কর্তৃক আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন ও ডিজিটাল বাংলাদেশের বর্তমান সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন । এসময় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর গুরুত্বারোপ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অজিদা পারভীন পাখি, জেলা পরিষদ সদস্য গুলশাহনারা লিপি,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি মো. জাকির হোসেন ছবি,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম,আজাদ খাঁন, মন্ডেেতাষ ইউপি চেয়ারম্যান আফছার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো.ওমর ফারুক রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন,পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদয়তুল হক , ভাঙ্গুড়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ,ভাঙ্গুড়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা কর্মচারি বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ বৃন্দ,গণমাধ্যম কর্মীবৃন্দ ও সাধারণ জনতার একাংশ । এর আগে কেক কেটে উপস্থিতির মধ্যে বিতরণ করেন পুলিশের কর্মকর্তা বৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ওসি(তদন্ত) মো. নাজমুল হক।
CBALO/আপন ইসলাম