সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে গণ পরিবহনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাস টার্মিনাল পরিদর্শন ও সচেতনমুলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বড়হরিশপুর বাস টার্মিনাল পরিদর্শনে যান। এসময় যাত্রীবাহী বাসগুলো ঠিকমত সরকারী নির্দেশনা মানছে কিনা তা মনিটরিং করেন তারা।
পরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, বিআরটিএ সহকারী পরিচালক সাইদুল ইসলাম সহ বাস পরিবহণ মালিক সমিতির সদস্যবৃন্দ।