শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও ২০২৬ সালের ক্যাডেট ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানান ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম।

মেধা বৃত্তির পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাওনাফ হোসেনকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়া খাতুনকে ৩ হাজার, তৃতীয় স্থান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে ২ হাজার টাকা ও ৪র্থ থেকে ২০তম পর্যন্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার হিসাবে ক্রেস্ট, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী ও পুরষ্কার বিজয়ী প্রত্যেককে প্রদান করা হয় মেধা বৃত্তি সনদ।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান ও বাওবি বিষয়ে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের মোট ৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর