আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমেদ খান বার্ধক্য জনিত কারণে বুধবার ২৫ ডিসেম্বর ভোর রাতে নিজ বাড়ি শ্রীকান্তপুর গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৬) বছর।
আজ ২৫ ডিসেম্বর বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে রামনগর ও শ্রীকান্তপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
এসময় গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ বীর মুক্তিযোদ্ধাগণ সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।