ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করেন তিনি। তার কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। একইসঙ্গে প্রশ্চিমবঙ্গের আসন্ন ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সোমবার শ্রাবন্তী সাংবাদিকদের বলেন, ‘আমার নতুন পথচলা শুরু হল। এতদিন আমাকে সিলভারস্ক্রিনে দেখেছেন সবাই, সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি।
যারা আমায় ভালোবাসেন, এবার তাদের জন্য কিছু করব। মোদিজিকে অনুসরণ করি। তার প্রত্যেকটা বক্তব্য শুনে খুব ভালো লাগে। আমিও তার হাত ধরে পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন। বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই।
এর আগে তৃণমূলের সভায় একাধিকবার দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি তৃণমূলে ছিলাম। তবে মোহভঙ্গ হয়নি। দেশ ও রাজ্যে পরিবর্তন আনছে বিজেপি। এবার সোনার বাংলা গড়ে তুলব।
কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের বিরুদ্ধে কি প্রার্থী হবেন? এই প্রশ্নে শ্রাবন্তী বলেন, আজ প্রথম দিন। কার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই সিদ্ধান্ত নেবে পার্টি। আমি এটাই বলতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।
CBALO/আপন ইসলাম